একুশের চেতনা
- হানিফ আহমেদ লস্কর - মানবসম্পদ ২৮-০৪-২০২৪

তুমি কি ধীরেন্দ্রকে ভূলে গিয়েছ?
আটচল্লিশে করাচিতে সে তো, তোমার প্রথম গান গেয়েছে।
হ্যাঁ, তমুদ্দুন তো তোমারি মজলিশ,
উর্দু লিপিতে তোমার নাম লিখা!
না,পড়া যাবে না।
ঝরে পড়ে সালাম, বরকত, রফিক
জব্বারসহ অনেক তাজা প্রাণ।
তোমার সন্তানজন্ম সার্থকনামা দিয়েছে।
তোমার মেহবুব আদর্শের আলোকে লিখে -
"কাঁদতে আসিনি,ফাঁসির দাবি নিয়ে
এসেছি"।
না,মোরা এখুনিই ভূলিনি!
কোহিনুর প্রেস তোমার তরে
জীবন ধরেছে,
পনেরো হাজার একক দলিল
একরাত্রে পেস করেছে;
তবে তো তুমি মুক্তরূপ ধরেছ।

তোমার তরে জন্ম নিলা কয়েকশত বীর,
তুমি আছো মিলে এপার ও ঐপারে;
দেখছে বিশ্ব তোমার একক ঐতিহ্য
একই সংস্কৃতি ও প্রাণের টান।
তুমি অতুল্যচন্দ্রী,থাকছো স্বর্ণাক্ষরে।

ধন্যমাতার ধন্য দুই পুত্র,
তোমার ফলতে বিশ্ব ইতিহাস
রবিকে আঁকড়ে ধরেছে,
রবি ও নজরুল তোমাকে শক্তি দিচ্ছে;
তাঁরা আছে সাম্য ও মানবতার গানে।

ফুলেরতোড়া আর শুভেচ্ছা জানানো,
এটা কি মোদের ? শেষ দায়িত্ব তোমার প্রতি;
না.......
কিছু নতুন করে,দেখাতে হবে;
এই একুশই হবে তারুণ্যের চেতনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।